রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে আট পিচ ইয়াবা ট্যাবলেট ও পাঁচ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলো নান্নু শেখ ও রনি মন্ডল।
পাংশা থানা সূত্র জানায়, পাংশা মডেল থানাধীন রুপিয়াট মধ্যপাড়া থেকে দফাদার মোড় গামী ইটের রাস্তার উপরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে রানু শেখ নান্নু শেখ (৪২) পিতা লিয়াকত আলী শেখ সাং রুপিয়াট এবং রনি মন্ডল (২৫) পিতা আনছার আলী মন্ডল বিষ্ণপুর কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আট পিচ ইয়াবা ও পাঁচ পিচ ট্যাপেন্ডাটাল ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে মামলা হয়েছে।