রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মরা পদ্মায় বেশ কয়েকদিন ধরে অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মরা পদ্মা নদীতে বিভিন্ন স্থানে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল কয়েকটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পেরে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে নদীতে অভিযান পরিচালনা করে ৫টি মেশিন ও ১০০ ফুট পাইপ ভেঙ্গে ধ্বংস করেন।
এ বিষয়ে ইউএনও জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে মরা পদ্মা থেকে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫টি বড় মেশিন ও ১০০ ফুট ড্রেজিং পাইপ ভেঙ্গে ধ্বংস করা হয়েছে। যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এখন থেকে যদি কেউ কোন নদী বা পুকুর থেকে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে মাটি বা বালু উত্তোলন না করে। জনস্বার্থে প্রলসনের পক্ষ হতে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।