জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি হারুন অর রশীদ, সহযোগী যুব সংগঠনের নেতা মুফতি জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনে আমরা দেশের নাগরিক হিসেবে লজ্জাবোধ করি। অন্তবর্তী সরকার কোনো রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া এমন গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিলেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। বাংলাদেশের স্বাধীনতা খর্ব করার জন্য এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা তা কখনও মেনে নেব না। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।