বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশ নেওয়ার দাবিতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন সুশান্ত কুমার বিশ্বাস, মিজানুর রহমান, এমএ আইনাল হক, জালাল উদ্দিন, সাইদ দেওয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষায় কিন্ডারগার্টেনের ব্যাপক অবদান রয়েছে। অথচ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটা কোন ধরনের বিচার। ২০২৪ সালে জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের জয় হয়েছে। কিন্তু কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে না। এটা এক ধরণের বৈষম্য। প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেওয়া হয়। জেলার কিন্ডারগার্টেন শিক্ষকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।