রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় কালুখালী থানাধীন দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকা হতে এক হাজার পিচ ইয়াবাসহ পান্নু বিশ্বাস (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে পাংশার পারনারায়ণপুর এলাকার গফুর বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে এক হাজার পিচ ইয়াবাসহ পান্নু বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।