মাইলস্টোন ট্রাজেডি
আনজানা ডালিয়া
পুড়েছে সন্তানের শরীর
পুড়ছে মা-বাবার অন্তর।
উঠছি বারবার শিউরে
শোক কাটাবো কি করে?
অবুঝ ছোট্ট নিষ্পাপ ফুলোগুলো
কার ভুলের মাশুল দিলো।
নিঃসন্তান হলো যারা
বিচার চাইবে কার কাছে তারা!
পুড়ে ছাই হওয়া সন্তানের মুখ
ভুলবে কি করে এমন নৃশংস দুখ।
(মিরসরাই, চট্টগ্রাম)