গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে জেলা এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বুধবার বিকেল ৪ টার দিক থেকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় চত্বরে এ কর্মসূচি শুরু হয়। অবরোধ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। এনসিপি নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও।
বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
এনসিপির নেতা গাজী জাহিদ হাসান বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে নিরাপদে ফরিদপুর পৌঁছাবে না, ততক্ষণ পর্যন্ত এ ব্লকেড কর্মসূচি চলবে। রাতের মধ্যে নেতাকর্মীরা ফরিদপুরে অবস্থান নেবে এবং আগামীকাল সকাল ১০টায় ফরিদপুরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং বিকেলে রাজবাড়ীতেও পদযাত্রা ও সমাবেশ হবে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, “ব্লকেড কর্মসূচির কারণে অনেক যানবাহন আটকে পরেছে। আমরা এনসিপি’র নেতাদের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।