রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে দৌলতদিয়া বাস টার্মিনাল মাইক্রো স্ট্যান্ড হতে ৫৪০ বোতল ফেনসিডিলসহ একটি সিলভার রংয়ের প্রাইভেট কার উদ্ধার করেছে থানা পুলিশের একটি দল। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত ফেনসিডিল ও প্রাইভেটকার বহনকারীকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
জানা যায়, বুধবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় নিয়মিত অভিযান চলাকালীন সময়ে দৌলতদিয়া মাইক্রো স্ট্যান্ড হতে একটি প্রাভেটকারে তল্লাশি চালিয়ে ৫৪০ বোতল ফেনসিডিলসহ গাড়িটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা করা হয়। এসময় কাউকে পাওয়া যায়নি তবে আসামী শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।