গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২ কোটি ৫৭ লাখ ৫১ হাজার৩২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়।এ বাজেট অনুমোদন করেন মো. রুহুল আমিন প্রশাসক দেবগ্রাম ইউনিয়ন পরিষদ।
উক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত নারীর সদস্যবৃন্দ। এ বাজেট পেশ করেন অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মামুন-অর-রশীদ। এ বাজেট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়ন বাসীর মতামতের ভিত্তিতে অনুমোদন হয়।