গত সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
পরিদর্শনকালে তিনি উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের প্রশাসক, সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। সভায় উজানচর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। তিনি উজানচর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন ও অনলাইনে ভূমি সংক্রান্ত প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এসময় তিনি উজানচর ইউনিয়ন পরিষদ ও উজানচর ইউনিয়ন ভূমি অফিসে বৃক্ষরোপণ করেন।
পরে তিনি গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শন করেন। থানা পরিদর্শনকালে একটি চৌকষ পুলিশ সদস্যের দল তাকে গার্ড অব অনার প্রদান করে। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।