রাজবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলা ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, রাজবাড়ী শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীব। অন্যদের মাঝে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২৩ সালের ৩১ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, নির্বাচিত উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা ও মাধ্যমিক শিক্ষার্থীদের ১০ হাজার করে টাকা পূর্বেই দেওয়া হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ফারহানা মিনি।