রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে অভিযানে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (৫৫) গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ইউনিয়নের বাহেরচর সাত্তার মেম্বার পাড়া গ্রামের মৃত আব্দুল মোল্লার ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।