রাজবাড়ীর গোয়ালন্দে প্রবাসী ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে ৩-১ গোলে জিতেছে গোয়ালন্দ প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবক একাদশ। গত সোমবার বিকেল সাড়ে ৫ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
খেলায় গোয়ালন্দ প্রবাসী ফোরাম (গোয়ালন্দে অবস্থানরত প্রবাসী) ও সংগঠনের স্বেচ্ছাসেবকরা একে অপরের মুখোমুখি হয়। খেলার শুরু থেকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রথমার্ধে ১-১ গোলে সমতা থাকে। প্রথমার্ধের বিরতি শেষে দ্বিতীয় অর্ধের শুরুতে স্বেচ্ছাসেবক একাদশ আর একটি গোল দিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। খেলার ঠিক শেষ মুহূর্তে স্বেচ্ছাসেবক একাদশ আরও একটি গোল করে ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ প্রবাসী ফোরামের এডমিন ও সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা, আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান প্রমুখ।
খেলা শেষে সন্ধ্যার পর গোয়ালন্দ বাজারের পাশে অবস্থিত রোকন উদ্দিন প্লাজায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুদলের খেলোয়াড় ও দর্শকরা অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন। পরে রাতে নৈশভোজের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
আয়োজক কমিটি ও গোয়ালন্দ প্রবাসী ফোরামের এডমিন প্যানেরের সদস্য সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা ও আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান বলেন, গোয়ালন্দ প্রবাসী ফোরাম একটি অরাজনৈতিক ও অলাভজনক অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন। প্রবাসে থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া সচরাচর সবার সাথে দেখা হয় না। খেলাটি আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সবার সাথে সবার ভাতৃত্বের বন্ধন অটুট রাখা এবং সবার সাথে সবার দেখা হওয়া।