রাজবাড়ীর পাংশায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০২২ ও ২০২৩ সালের উপজেলা/থানা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার” বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম (সোহরাব)।
এসময় কলেজ পর্যায়ের প্রধানদের পক্ষে বক্তব্য রাখেন পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম. ওয়াহিদুজ্জামান। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী অদিতি রায় পূজা।
অনুষ্ঠানে পাংশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে ৪০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর অধীন “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় পুরস্কার প্রাপ্তদের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা পাঠানো হয়েছে।