রাজবাড়ীর গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ছোট ভাকলা ইউনিয়নে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌধুরী আব্দুল হামিদ একডেমী’র আয়োজনে বিদ্যালয়ের হলরুমে অভিভাবকদের অংশগ্রহণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শহিদুল ইসলাম।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। অভিভাবকেরা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে। শিক্ষকদের প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে সবল করে তুলতে হবে। এতে করে তারা ভালো ফলাফল করবে। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে এধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী উপহার দেয়া হয়।