ঢাকা, ৬ মে ২০২৫:
শিল্পের বুকে নতুন ভোরের প্রত্যাশা। সম্ভাবনার সূর্যোদয় যেন অপেক্ষায় — গার্মেন্টস শিল্পে নেতৃত্ব বদলের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের জন্য আজ চূড়ান্তভাবে ঘোষণা করা হলো “ফোরাম” প্যানেলের ৩৫ জন প্রার্থীর তালিকা।
এই প্যানেলের মূল নেতৃত্বে রয়েছেন মাহমুদ হাসান খান (বাবু), যিনি রাইজিং ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং একজন অভিজ্ঞ ও সম্মানিত উদ্যোক্তা। চট্টগ্রাম অঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন সেলিম রাহমান, কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার।
এই প্যানেলের অন্যতম প্রার্থীদের মধ্যে রয়েছেন এটিএস এপারেলস লিমিটেডের কর্নধার মোহাম্মদ আবদুল সালাম, মুন রেডিওয়াস লিমিডেট এর আসেফ কামাল পাশা, আদিবা আ্যাপারেলস লিমিটেডের কাজী মিজানুর রহমান (পিন্টু), এমিটি ডিজাইন লিমিটেড এর মো. শিহাব উদ্দজো চৌধুরী, অনন্ত গার্মেন্টস লিমিডেট এর ইনামুল হক খান (বাবুল), দেশ গার্মেন্টস লিমিটেডের ভিদিয়া অমৃত খান, বাংলা পোষাক লিমিটেড এর মোহাম্মদ সোহেল, এপিএস নিট কম্পোজিট লিমিটেডের মোঃ হাসিব উদ্দিন, কিউট ড্রেস ইন্ডাট্রিজ লিমিটেডের শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেডের শাহ্ রাঈদ চৌধুরী।
এছাড়াও মোহাম্মদ আব্দুর রহিম ফিরোজ, মিজানুর রহমান, মোঃ হোসনে কমার আলম, নাফিউ উদ দৌলা, এ. বি. এম সামছুদ্দিন, মজুমদার আরিফুর রহমান, মিসেস সুমাইয়া ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, মোজাম্মেল হক ভুঁইয়া, ফাহিমা আক্তার, রুমানা রাশিদ, ড. রাশিদ আহমেদ হোসাইনী, সামিহা আযিম, মোঃ রেজোওয়ান সেলিম, ফয়সাল সামাদ।
অন্যদিকে চট্টগ্রাম থেকে প্যানের লিডার সেলিম রহমান সহ অন্যান্যের মধ্যে রয়েছেন, মোঃ সাইফ উল্যা মানসুর, মোহাম্মদ রফিক চৌধুরী, মোঃ এম মাহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, এনামুল আজিজ চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, মির্জা মোহাম্মদ আকবর আলী চৌধুরী, রিয়াজ ওয়াইজ।
প্রার্থীদের মধ্যে রয়েছেন কয়েকজন গুণী নারী উদ্যোক্তাও, যারা গার্মেন্টস শিল্পে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বকে এগিয়ে নিচ্ছেন সাহসিকতা ও দক্ষতার সঙ্গে।
আজ ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। অত্যন্ত কম সংখ্যক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন, যার ফলে নির্বাচনটি কার্যত ফোরাম প্যানেলের প্রার্থী-নির্ভরই হয়ে উঠেছে। যে কয়েকজন ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন, তাদের জায়গায় নতুন মুখ যোগ করে পুরো প্রক্রিয়া দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।
গার্মেন্টস শিল্পে নীতিগত অগ্রগতি, শ্রমিকের সম্মান, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে ফোরাম ইতোমধ্যেই তাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা ঘোষণা করেছে।
বিজিএমইএ নির্বাচনের এই নতুন অধ্যায়ে সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ ও আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে।