নির্বোধ হৃদয়
পারভীন হক
উজ্জল আকাশ
হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল আজ।
বিষাদের বুকে নিভে গেল সন্ধ্যা তারা,
ডুবে গেল রাতের আলোকিত চাঁদ।
অভিশপ্ত পৃথিবী থেকে কেড়ে নিল তারে,
পাখির কলতানে স্নিগ্ধ ভোরে
ঝলঝলে শিশির বিন্দু মুক্তা দানার মতো
প্রাণোচ্ছল হাসি ঝরে পড়ে
দমকা হাওয়ার বেগে।
লেলিহান চোখে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে
হরিণ শাবকের চঞ্চল দেহে।
শকুনের পালকের ছায়ায় শান্তি খুঁজে নির্ভুত হৃদয়,
স্বপ্নের মৃত্যুছায়া হাতছানি দেয়
মধ্য গগনে সূর্য ডোবার অন্তিম শয়নে।