আমাকে হারালে
তাহমিনা মুন্নী
আমাকে হারালে হয়তো তুমি
বেশি কিছু হারাবে না
হারাবে কেবল যুগল নয়নের চাহনি
যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে
একমাত্র তোমাকেই দেখে।
আমাকে হারালে তুমি বেশি কিছু হারাবে না
হারাবে একজোড়া হাত,
যা তোমার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করে।
আমাকে হারালে তুমি সত্যি খুব
বেশিকিছু হারাবে না
হারাবে কেবল এক সমুদ্র বিশ্বাস,
হারাবে কেবল বিরতিহীন অপেক্ষা,
যে তোমার জন্য ঠায় দাঁড়িয়ে থাকে
আমাকে হারালে হয়তো তুমি সত্যিই বড্ড
বেশিকিছু একদম-ই হারাবে না,
তোমার খুব বড়সড় ক্ষতিও হবে না।
হারাবে শুধু জীবনের পরিপূর্ণতা
থমকে যাবে না তোমার সময়
বা জীবনের গতিপথ,
আমাকে হারালে
কেবল তোমার একটি আক্ষেপ রইবে,
যুগল নয়ন, জোড়া হাতের প্রার্থনা
সেই যে নীল অন্তরীক্ষে চেয়ে
তোমার হাতে হাত রেখে বিশ্বাস,
ভরসা দেয়ার মানুষ টাকে
আমাকে হারালে তুমি কেবল
একটি অভ্যাস-ই হারাবে না
হারাবে তোমার প্রতিনিয়ত
‘ভালো আছো তো’
শোনার নির্ভরতা।
হারাবে হাসিমুখে মিষ্টি করে
হাজারো দু:খ বেদনায় ‘আমি আছি তো’
বলার আমির অভাব!
‘আর নির্জলা আবাসন।