রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারি কলেজের এইচ এসসি পরীক্ষার ভেন্যু পুন: বহালের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। রবিবার সকালে কলেজে উপস্থিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তা মোড়ে বক্তব্য রাখেন অভিবাবক গোলাম শওকত সিরাজ, খোন্দকার মসিউল আজম চুন্নু, খোন্দকার মনির আজম মুন্নু, আনোয়ার হোসেন, আশিক আহম্মদ, পরীক্ষার্থী আলহাজ, জিহাদ ভুইয়া প্রমূখ। বক্তারা বলেন, বালিয়াকান্দি কলেজের শিক্ষার্থীরা বালিাকান্দি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষা দিয়ে আসছিল। এবছর সেই ভেন্যু কলেজ থেকে ১২ কিলোমিটার দূরে মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে । এমতাবস্থায় তারা ঐ ভেন্যুতে পরীক্ষা দিতে রাজী নয়।