আট দফা দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য নিরানন্দ সরকার, জিতেন্দ্র নাথ সরকার, উত্তম দাস হেলা প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার এত বছর পরও দলিত জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠা হয়নি। এখনও তারা অবহেলা ও বঞ্চনার শিকার। দলিত জনগোষ্ঠির জন্য সকল ধরনের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার প্রবর্তন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের সন্তানরা যাতে ঝরে না পড়ে এজন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অরুণ কুমার সরকার।