রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পাংশা সরকারি কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ এর সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু। প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ এর সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজেন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সলিম সরদার।
উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী। এ ইফতার ও দোয়া মাহফিলে আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।