রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৪৮ জন কৃষকের মাঝে সারাবছর ব্যাপী ২২ প্রকারের বীজ, সার, নেট, ফলের চারা, পানির ঝাঝরি বিতরণ করা হয় এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৬০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
বুধবার সকালে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে বিতরনী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো রফিকুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা মানবেন্দ্র মজুমদার, অতিরিক্ত কৃষি অফিসার মো শরিফুল ইসলাম সহ উপকারভোগীরা।