পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র সাওমের আনন্দ ভাগাভাগি করতে নদীভাঙ্গন পরিবারের সাথে ইফতার আয়োজন করা হয়েছে। ২৩ রমজান সোমবার সন্ধ্যায় দৌলতদিয়া ইউনিয়নের নদীর কোলঘেষে গড়ে ওঠা নতুন পাড়া এলাকায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রান্ত দাস, দৈনিক জণকণ্ঠ পত্রিকা ও দেশ টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা মো. মোশারফ হোসেন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, রাসেল আহমেদ, নাজরাতি নাফিয়া, মেডিকেল টেকনোলজিস্ট মো. শাকিল সরদার, প্যারামেডিক মো. সাব্বির, খাদিজা খাতুন, মৌসুমী আক্তার, মিষ্টি আক্তার, পিয়ার এডুকেটর আরজিনা, মুন্নী আক্তার, শাহানাজ পারভীন, রিতু আক্তার প্রমুখসহ নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ। ইফতারির পূর্বে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মো. জুলফিকার আলী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র একটি জনহিতকর স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূলমন্ত্র হলো, “গ্রামে চল, গ্রাম গড়”- প্রতিপাদ্যে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রত্যন্ত চরাঞ্চলে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে। এরই আলোকে এবছর নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে ইফতার আয়োজন করা হয়।