পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর, দাদশী, বানীবহ ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যড. মো. আসলাম মিয়ার নেতৃত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর আলাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী বাবু।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মজিবর রহমান শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যড. মো. আসলাম মিয়া, রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মালেক খান, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সহ প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মঞ্জুরুল আলম।
অ্যড. মো. আসলাম মিয়া বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা এত বড় পরিসরে ইফতার ও দোয়া মাহফিল জনসম্মুখে সভা সমাবেশ আয়োজন করতে পারছি, যা আমাদের জন্য আনন্দের। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তিনি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন, আমি আপনাদের কাছে কিছুই চাই না। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমি যেনো দলের দুঃসময়ে যেভাবে পাশে থেকেছি তেমনি করে সারাজীবন যেনো দলের পাশে থাকতে পারি।