দৌলতদিয়া-খুলনা মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ মোড় ও খানখানাপুর সংলগ্ন মহাসড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেজ সুলতানা আক্তার, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাজস খানসহ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।