অদ্য ১৯/০৩/২০২৫ খ্রিঃ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর/২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপণের লক্ষ্যে নৌপথ, রেলপথ ও সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে জেলা বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোছাঃ শামিমা পারভীন, পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয়।
সভায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকার নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া না নেয়া, ট্রাফিক ব্যবস্থাপনা সহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার বলেন, ঈদের ছুটিতে ঢাকা হতে আগত যাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেবে জেলা পুলিশ রাজবাড়ী। কোন অবস্থাতেই ঈদকে পুঁজি করে কোন প্রকার চাঁদাবাজি বা ভাড়া বেশি নেয়া যাবেনা। তিনি যে কোন প্রয়োজনে জেলা পুলিশ রাজবাড়ীর সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান ।
পরিশেষে সকলের প্রচেষ্টায় পবিত্র ঈদ-উল-ফিতর নিরাপদে ও উৎসব-উদ্দীপনার মধ্যে পালিত হবে বলে আশা প্রকাশ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, রাজবাড়ী।
সভায় জেলা পুলিশ রাজবাড়ীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।