রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় বাসচাপায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। কার নাম আব্দুল আলিম (৮০)। তিনি রাজবাড়ী সদর উপজেলা এলাকার বাসিন্দা।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে বৃদ্ধ পাবলিক হেলথ্ এর সামনে আব্দুল আলীম রাস্তা পার হওয়ার একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।