রাজবাড়ী জেলা প্রশাসনের বাজার তদারকি অব্যাহত রয়েছে। শুক্রবার ছুটির দিনেও জেলা প্রশাসনের উদ্যোগে পাংশায় বাজার মনিটরিং করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক মজ সুলতানা আক্তারের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে পাংশা উপজেলার সদর কাঁচাবাজার, মুদিবাজার, মাংসের দোকান, ফলবাজার এবং বিভিন্ন হোটেল ও রেঁস্তোরায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় কাঁচাবাজার, মুদিবাজার এবং ফলবাজারে বিভিন্ন দ্রব্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। দোকানীদের বিক্রয়মূল্যের তালিকা প্রদর্শনযোগ্য স্থানে টানানোর জন্য পরামর্শ দেয়া হয়। মাংসবাজারে দর যাচাই করা হয়। বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় তেলের মান এবং স্বাস্থ্যমান বজায় রেখে খাদ্য প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছে কি না যাচাই করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতকরণ এবং ধার্যমূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় চারটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোল্লা ইফতেখার আহমেদ। কার্যক্রম পরিচালনাকালে নাসির উদ্দীন ক্যাব সদস্য, সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর (প্রসিকিউটর), স্থানীয় বাজার কমিটির সভাপতি এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করেন।