র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বারাইজুরি গ্রাম এলাকা থেকে ১৬ বছরের এক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আব্দুল কাদের (৫০) কে গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে।
র্যাব-১০ সূত্র জানায়, আব্দুল কাদের ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী অন্ত¡সত্ত্বা হয় এবং একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণের বিচার ও সন্তানের পিতৃ পরিচয় নির্ধারণের দাবিতে আব্দুল কাদেরের বিরুদ্ধে ২০২৪ সালের ১৩ আগস্ট তারিখে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলার পর থেকে আব্দুুল কাদের পলাতক ছিল। র্যাব-১০ বিষয়টি জানার পর আব্দুল কাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিগেত খবর পেয়ে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, আসামিকে শুক্রবার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।