রাজবাড়ী সদর থানার পুলিশ ও সেনাক্যাম্পের সদস্যদরা অভিযান চালিয়ে অস্ত্রসহ প্রিতম কর্মকার নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে রাজবাড়ী শহরের কৃষ্ণ কর্মকারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত শুক্রবার ভোর চারটার দিকে রাজবাড়ী শহরের নিউ কলোনী এলাকা থেকে প্রীতম কর্মকার আটক করে তার দেহ তল্লাশী চালিয়ে একটি ধারালো চাকু, একটি ফোল্ডিং চাকু এবং একটি লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এব্যাপারে মামলা হয়েছে।