রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার নজরুল ইসলাম মন্ডল রাজবাড়ী আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেছিলেন। আদালতে উভয় পক্ষের শুনানী শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে শাহীন ফকির নামে এক ব্যক্তি রাজবাড়ী সদর থানায় ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় নজরুল মন্ডলকে চার নম্বর আসামি করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় আরেকটি মামলা করেন। এ মামলায় ২ নম্বর আসামি নজরুল ইসলাম মন্ডল। এ দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
রাজবাড়ী আদালতের পিপি অ্যড. আব্দুর রাজ্জাক জানান, রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন নজরুল ইসলাম মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।