রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক নারী পথচারী নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের উজানচর মোস্তফা মেটাল ইন্ডাঃ লিঃ এর সামনে এ দূর্ঘটনা ঘটে।
আহত মোটরসাইকেল চালকের নাম মো. রুহুল। তিনি রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকার মো. হানিফ এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া ঘাট থেকে আসা দ্রুতগতির সাকুরা পরিবহন ঢাকা মেট্রো-ব (১১-৪৮৮৬) পরিবহনটি মোস্তফা মেটাল এর সামনে পৌঁছালে মহাসড়কের পাশে থাকা পথচারী অজ্ঞাত নারীকে মোটরসাইকেল চালক বাঁচাতে গেলে পেছন থেকে আসা বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই নারী নিহত হয় এবং মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
এব্যাপারে আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি, গুরুতর আহত মোটরসাইকেল চালককে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি আমাদের হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।