রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সাবেক ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যডভোকেট লিয়াকত আলী বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যডভোকেট রকিবুল হাসান রুমা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মনজুর রহমান মঞ্জু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহজালাল মিয়া, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান টিটো, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, রতনদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক মেহেদী আল মনসুর, মদাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল কবির কুন্নু, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, বর্তমান অন্তর্র্বতী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বর্তমান সরকারকে আমরা সমালোচনা করব। তবে অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে।