দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি; প্রতিপাদ্য সামনে রেখে সোমবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কালুখালীর বানজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি গ্রহণ করে।
উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ফায়ার সার্ভিসের কর্মীরা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতনতামূলক র্যালী বের করে। র্যালী শেষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন বানজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম, মৃগী ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।