কালুখালী উপজেলার সাতটি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ লটারীর মাধ্যমে ৭টি ইউনিয়নের ২৭টি পয়েন্টের জন্য নতুন ২৭ জন ডিলার নিয়োগের কার্যক্রম সম্পন্ন করেন। নির্বাচন অনুুষ্ঠানে উপজেলা ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নাজমুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী,কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।