পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী জেলার বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাজার মনিটরিং এর অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলার বাজারে কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় কাঁচাবাজারের বিভিন্ন দোকানে শসা, লেবু, বেগুনসহ অন্যান্য সবজির বিক্রয়মূল্য যাচাই করা হয়।
এছাড়া বিভিন্ন ফল ও মুদি দোকানে খেজুর, তরমুজসহ বেসন, তেল,ছোলা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিক্রয়মূল্য যাচাই করা হয়। এছাড়া ইফতার সামগ্রী প্রস্তুতকারক দোকানগুলোতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে কি না তা মনিটরিং করা হয় এবং ইফতার সামগ্রীতে কৃত্রিম রঙ ব্যবহার হচ্ছে কি না পরীক্ষা করা হয়। মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে খাদ্যে টেক্সটাইল কালার (রাসায়নিক রঙ) ব্যবহার এবং বিক্রয়ের দায়ে একাধিক ব্যবসায়ীকে সতর্ক ও জরিমানা করা হয়।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার মোল্লা ইফতেখার আহমেদ।