কনজুমার এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিশ^ ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি এ সভা অনুষ্ঠিত হয়।
কেকেএস কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে আলোচক ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আসিফুর রহমান। কাজী রকিবুল হাসান বলেন, শুধু অভিযান করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারা বাজার মনিটরিংয়ে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেন, ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। ব্যবসায়ীদের নীতি নৈতিকতা মেনে চলার জন্য পরামর্শ দেন। ক্রেতা আর বিক্রেতা উভয়ই যদি ভোক্তা অধিকার আইন জানে আর মেনে চলে তাহলে মানুষ প্রতারণার শিকার হতোনা। নি¤œমানের খাবারও খেতে হতো না।
আসিফুর রহমান বলেন, এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা রপ্তানীর জন্য ভালো পণ্য উৎপাদন করে আর দেশের ভোক্তাদের জন্য নি¤œমানের খাদ্য তৈরি করে। এর মানে দেশের সাথে অন্যায় করা ও মানুষের সাথে প্রতারণা করার শামিল। এটা কোনোভাবেই উচিৎ নয়। তিনি আরও বলেন, অনেকেই মনে করেন তরমুজে রং দেওয়া হয় বা সিরিঞ্জ দিয়ে কেমিক্যাল দেওয়া হয়। আসলে তরমুজের ভেতরে রং বা সিরিঞ্জ দিয়ে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। এটা একটি ভ্রান্ত ধারণা। তবে, আম, কাঁঠাল পাকানোর জন্য কেমিক্যাল দেওয়া হয় বলে যে কথার প্রচলন আছে তার কিছু সঠিক। নিরাপদ খাদ্য গ্রহণে সকলকেই সচেতন হতে হবে। ব্যবসায়ীর অন্যায়ভাবে না গিয়ে বৈধ পথে ব্যবসা পরিচালনা করলেই আর কোনো সমস্যা থাকেনা।
ক্যাব রাজবাড়ী জেলা শাখার সহ সভাপতি মুকুল সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ কে এ মহিত হীরা, পাংশা বাজার ব্যাবসায়ী পরিষদের সাবেক সভাপতি কে এ দানিয়েল সিপার, রাজবাড়ী চাউল বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক কাজী বেনজির আহমেদ, রাজবাড়ী জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি এবং জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান, সোনালী ব্যাংক এর প্রাক্তন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুস সালাম, দৈনিক আমাদের রাজবাড়ী’র সম্পাদক এবং এনজিও কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, জেলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, অঙ্কুর কলেজ এর প্রভাষক জিল্লুর রহমান টিটু, এনজিও ভিপিকেএ ফাউন্ডেশন এর পরিচালক শিউলি বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার মূখ্য সমন্বয়ক হাফেজ মাওলানা হাসিবুর রহমান, এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ রানা, সাংস্কৃতিক কর্মী রুমা পারভিন প্রমুখ। সঞ্চালনা করেন ক্যাব এর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।