গত শুক্রবার বাংলা হেল্প এবং বিসিএসএস-এর প্রতিনিধিদল কেকেএস এর বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। উক্ত প্রতিনিধি দল এডাল্ট লাইট স্কুল (পূর্বপাড়া), রুথ চাইল্ড কেয়ার সেন্টার (পোড়া ভিটা), কেকেএস সেফ হোম, (দৌলতদিয়া) সুইং মেশিন ট্রেনিং সেন্টার (দৌলতদিয়া) ও বিভিন্ন প্রশিক্ষনার্থীদের বাড়ি পরিদর্শন করেন।
এরই ধারাবাহিকতায় কেকেএস সেফহোমে বাংলা হেল্প, বিসিএসএস এবং কেকেএস-এর প্রতিনিধিরা শিশুদের লেখাপড়া ও সামাজিক নিরাপত্তর বিষয়ে খোজ নেন ও সুইং ট্রনিং শেষে তারা কি ধরনের কর্মসংস্থান সহজে পেতে পারে সে বিষয়ে আলোচনা করে ।
সভায় সভাপতিত্ব করেন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দাতা সংস্থার প্রতিনিধি যুক্তরাষ্ট্রের নাগরিক জেরারডো আলবার্ত, ইমিলি ক্লেলিয়া, ওয়াইক্লিফ সিয়ান, দাতা সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সোহাগ বৈদ্য তোতন, শাহাদৎ হোসেন, প্রোগ্রাম ম্যানেজার, কেকেএস টিপ-প্রকল্প, আশিষ মন্ডল (প্রেজেক্ট অফিসার বিএইচরিকোপ)কেকেএস, মো. মঞ্জুরুল আলম, সহকারী প্রজেক্ট অফিসার, বাংলা হেল্প এবং কেকেএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সভায় শিশুর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। যা শিশুদের সঠিক শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।