রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে আলোকদিয়ার চর এলাকায় যমুনা নদীতে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে বালুবাহী বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাল্কহেড থেকে টাকা তোলার সময় দুটি ইঞ্জিনচালিত ট্রলার সহ ৬ জনকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। রবিবার দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: এনামুল হক, এসআই মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয়ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলো, মৃত গজনবি মোল্লার ছেলে মো. নুরুল ইসলাম (৫০) ও মো. আনোয়ার হোসেন সাদ্দাম (২৭), মো. লতিফ মোল্লার ছেলে মো. মোকছেদ আলী (২৮), আবুল কালাম মোল্লার ছেলে মো. জামরুল ইসলাম (১৮), মৃত আয়নাল বেপারীর ছেলে মো. আব্দুল কাদের (৩৬), মৃত আয়নাল হক এর ছেলে মো. আব্দুর রহমান এরা সবাই সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার ওমরাপুর ও আটিয়া সলংগী এলাকার বাসিন্দা।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে আলোকদিয়া চরে যমুনা নদীতে কে বা কারা বাল্কহেড থেকে টাকা তুলছে এমন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এসময় বাল্কহেড থেকে টাকা তোলার সময় নৌ পুলিশ দেখে আসামিরা পালিয়ে চরের দিকে চলে যেতে থাকে। পরে তাদের ধাওয়া করে দুটি ইঞ্জিন চালিত ট্রলার সহ ৬ জনকে আটক করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।