রাজবাড়ীর গোয়ালন্দে নবাব স্যার সলিমুল্লাহ্’র ১১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা, বিশেষ পাঠচক্র ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল ৪ টায় দশ টাকায় হাসি ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন ১ ঘন্টার লাইব্রেরি’র আয়োজনে গোয়ালন্দ দাখিল মাদ্রাসা শ্রেণি কক্ষে এ অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে দশ টাকায় হাসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী তানভীর মাহমুদ রিয়াদ’র সভাপতিত্বে রচনা প্রতিযোগিতা, বিশেষ পাঠচক্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সান সাইন হাই স্কুলের প্রধান শিক্ষক রবিন নুরতাজ আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকার গোয়ালন্দ উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি শেখ আয়নাল আহসান প্রমুখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। পাঠচক্রের আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিতার্কিক ও সমালোচক আব্বাস আলী। এদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতায় ১০ জন ও সেরা পাঠক হিসাবে ৪ জন বিজয়ী হন।
উপস্থিত অতিথিবৃন্দ মোট ১৪ জন বিজয়ীর হাতে পুরস্কার হিসাবে সংগঠনের পক্ষ হতে ক্রেস্ট ও বই তুলে দেন।