রাজবাড়ীর গোয়ালন্দে দুইদিন ব্যাপী হিম উৎসবের আয়োজন করেছে স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ। রবিবার নানা আয়োজনের মধ্যে দিয়ে রাত ৯ টায় উৎসবটি শেষ হয়েছে। এর আগে গত শনিবার বেলা ৩ টার দিকে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রঙ্গনে “স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ” এর আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ হিম উৎসবটি উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। উৎসবটি ঘিরে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয়। নানা ধরনের পিঠাপুলি, আচার, হস্তশিল্প, লাইব্রেরী, অর্গানিক ফুড, ফুল ও কুটির শিল্পের বাহারি পসরা সাজিয়ে বসেছেন নারী ও পুরুষ উদ্যোক্তারা। উদ্বোধনী দিনের ন্যায় সমাপনী দিনেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক শেখর আহম্মেদ সবুজ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, আয়োজক কমিটির সদস্য মো. আবির প্রমুখ।
.আয়োজক কমিটির আবির জানান, উপজেলার সকল উদ্দ্েযক্তাদের এক কাতারে আনতেই এই উৎসবের আয়োজন। বছর জুড়ে উদ্দ্েযক্তরা অনলাইনে পণ্য বিক্রি করে থাকেন। অনলাইনে পণ্য বিক্রির পাশাপাশি সরাসরি তাদের তৈরিকৃত বিভিন্ন পণ্য সরাসরি প্রদর্শন ও বিক্রি করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমাদের এই ছোট্ট প্রয়াস।
সমাপনী বক্তব্যে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, এমন চমৎকার আয়োজনে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে। চমৎকার আয়োজনের জন্য স্টুডেন্টস কমিউনিটি গোয়ালন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।