রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার হতে দুই দিনব্যাপী জমজমাট হিম উৎসব উদ্বোধন হয়েছে। দুপুর ২টা হতে রাত ৮ টা পর্যন্ত চলছে এ উৎসব। উৎসবে মোট ২৮টি স্টল রয়েছে। নানা ধরনের পিঠাপুলি, আচার, হস্তশিল্প, লাইব্রেরী, অর্গানিক ফুড, ফুল ও কুটির শিল্পের বাহারি পসরা সাজিয়ে বসেছেন নারী ও পুরুষ উদ্যোক্তারা। গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ প্রাঙ্গণে “স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ” এর আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ হিম উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের শেষ দিন রবিবার।
২৫ জানুয়ারি শনিবার দুপুর ৩ টার দিকে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এবারের উৎসবে থাকছে উপজেলার ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন সামগ্রী। উপজেলার সকল উদ্যোক্তাদের এক কাতারে আনতেই এই উৎসবের আয়োজন। বছরজুড়ে উদ্যোক্তারা অনলাইনে পণ্য বিক্রি করে থাকেন। এছাড়াও থাকছে মঞ্চে কবিতা আবৃত্তি, গান পরিবেশনসহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম বলেন, তার প্রতিষ্ঠানও এ উৎসবে যোগ দিয়েছে। স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা-পুলি তৈরি করে এনে ষ্টলে প্রদর্শন করেছে। অন্যান্য ষ্টলগুলোতেও চমৎকার সব প্রদর্শনী হয়েছে। শিক্ষক-শিক্ষার্থি, অভিভাবক সহ নানা শ্রেনী-পেশার মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে উৎসবটি। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, এ ধরনের একটি ব্যাতিক্রম আয়োজন হচ্ছে দেখে আমি খুবই আনন্দিত। আমি উৎসবের সফলতা কামনা করি। সেইসাথে এর উদ্যোক্তা স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ’কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।