দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মানিকগঞ্জ-রাজবাড়ী জেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে ফেরির মার্কিং বাতি দৃষ্টিসীমানার বাইরে চলে যায়। এসময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে দৌলতদিয়া ঘাট জিরো পয়েন্ট হতে দৌলতদিয়া সাইনবোর্ড পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। তবে দ্রুত এসব গাড়ীর সিরিয়াল কমে আসবে বলে জানা যায়।
এবিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, রাত দেড়টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করা হয়। সকাল ১০:৪০ টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এ নৌরুটে যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।