রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্লাব দুরন্ত ক্রিকেট একাদশের বছরব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে অর্জিত চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দুরন্ত ক্রিকেট একাদশ ক্লাবের প্রতিষ্ঠাতা ও দলীয় অধিনায়ক মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ এর উদ্যোগে গোয়ালন্দ উপজেলার উজানচর ১ নং ওয়ার্ড হারেজ মিয়ার পাড়া অবস্থিত তার নিজ বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ও বিভিন্ন জেলায় অংশ নিয়ে অর্জিত চ্যাম্পিয়নে ট্রফিগুলো প্রদর্শন করা হয়। পরে ক্লাবের সদস্য এবং দলের জয়ে অংশ নেয়া নিজ উপজেলা ও উপজেলার বাইরে বিভিন্ন জেলার ৪ শতাধিক খেলোয়াড় ও ক্লাবের শতাধিক শুভাকাঙ্খীদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলে অংশ নেয়া বিভিন্ন জেলা হতে আগত মো. রাব্বী, ইকবাল হোসেন, রোমান, পিয়াস, এপি আকাশ, ফয়সাল, হোসাইন রুবেল, মোহাম্মদ ইয়াসিন, মো. সাইফুল আঞ্জু, জামিল আল রেশাদ, তানভীর ইসলাম নিভির, মো. আবির শেখ, সুমন শেখ, মিলন শেখসহ আগত অসংখ্য উদীয়মান ক্রিকেটার, সংগঠক ও সাবেক খেলোয়াড়দের দের মিলন মেলা ঘটে এ রাতে।
অনুষ্ঠানে ক্রীড়া উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম চানমিয়া, মো. সাজ্জাদ হোসেন, মো. রাজীব খান, মো. ফারুক মোল্লা, মাসুদ মিয়া, মো. ইছাক, আবু ওসমান, অনিক মোল্লা, মো. জাহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, জহুরুল ইসলাম পাপ্পু, সুমন, সাংবাদিক মইনুল হক মৃধা, ক্রীড়া সংগঠক রেজাউল করিম, ক্রিকেটার রায়হান, রাশেদুল হক প্রমুখ।
দুরন্ত ক্রিকেট একাদশের প্রতিষ্ঠাতা ও দলীয় অধিনায়ক মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ বলেন, সবার অক্লান্ত চেষ্টায় যুগান্তর স্বজন সমাবেশ ক্রিকেট টুর্নামেন্টে দুইবার চ্যাম্পিয়ন, সম্প্রতি গোয়ালন্দ প্রিমিয়ার লীগ (জিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, রেলগেট আয়োজিত গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট হ্যাট্রিক চ্যাম্পিয়ন, রাজার বাড়ী লক্ষীকুল ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে দুইবার চ্যাম্পিয়ন, আদীব-সারাহ্ ক্রিকেট টুর্নামেন্টে দুইবার চ্যাম্পিয়নসহ আরও কিছু টুর্নামেন্ট মিলে ২৩ টি চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছি। এখনো উজানচরে একটি ফাইনাল খেলা বাকি রয়েছে। তিনি আরও বলেন, ক্লাবের এমন অর্জনে আমি গর্বিত। এমন অর্জনে সবার অবদান মনে রাখতে এবং চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শন করার জন্যই এমন আয়োজন করেছি। ক্লাবের এমন বিজয়ে পাশে থাকা সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল।