“জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ” -প্রতিপাদ্য বিষয়ের উপর মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় দৌলতদিয়া মডেল হাইস্কুল হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে দৌলতদিয়া মডেল হাইস্কুল এবং বিপক্ষে চৌধুরী আব্দুল হামিদ একাডেমির শিক্ষার্থীরা অংশ নিয়ে বিতর্ক করে।
এতে বিষয়ের পক্ষে অবস্থান নেয়া দৌলতদিয়া মডেল হাইস্কুল দল চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দলের শিক্ষার্থী রোদশী কবিরাজ। এই জয়ের মাধ্যমে বিজয়ী দল উপজেলা পর্যায়ের ফাইনালে উন্নীত হলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সারা দেশে তারুণ্য উৎসবের অংশ হিসেবে এ বিতর্কের আয়োজন করা হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম। বিচারকের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন ও মাসুদুর রহমান।
উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, সহকারি শিক্ষক জামাল উদ্দিন মোল্লা, ইয়াছিন আলী সেক, নমিতা রানী, শামীম শেখ, মুহম্মাদ কামরুল হাসান, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির সহকারি শিক্ষক সহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।