রাজবাড়ীর গোয়ালন্দে শতাধিক অসহায় ও দুস্থ প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এ কম্বল বিতরণের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে এ কম্বলগুলো তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
এ সময় আরো উপস্থিত উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ-উল-হাসান ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী রাকিবুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, দৌলদিয়াতে প্রতিবন্ধীরা স্বাবলম্বী হওয়ার জন্য ঝাড়ু তৈরী ও বিপননের যে কারখানা গড়ে তুলেছেন, সেটার সম্প্রসারণে আমি যথাযোগ্য আর্থিক সহযোগিতা প্রদান, প্রতিবন্ধীদের জন্য ধাপে ধাপে প্রয়োজনীয় হুইল চেয়ার ও অন্যান্য সকল ধরনের সহযোগিতা প্রদান করব।