রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এমন একটি গুরুত্বপূর্ণ ও ভালো কাজ শেষ হয়ে যাক এটা আমাদের কাম্য নয়। মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় স্থানীয় পর্যায়ে এডভোকেসি ক্যাম্পেইনের মাধ্যমে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কেকেএস প্রদীপ প্রকল্পের আয়োজনে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. তারিফ-উল-হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন।
কেকেএস প্রদীপ প্রকল্পের সহকারি শিক্ষক সুমি আক্তারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, মো. আসাদুজ্জামান খান, সেভ দ্য চিলড্রেন ম্যানেজার মো. সাইফুল ইসলাম খান সেলিম, কেকেএস সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন প্রমুখ। কেকেএস প্রদীপ প্রকল্পের পক্ষ হতে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় শিশুদের অভিভাবক প্রতিনিধি হিসাবে কুমলি বেগম এবং ফরিদা পারভিন বলেন, আমরা আমাদের মেয়েদের পরিচয়ে পরিচিত হতে চাই। এর জন্য আমাদের সন্তানদের রক্ষা করুন। তাদেরকে বাঁচান। এই প্রকল্প বন্ধ হলে এই স্কুলের সাড়ে ৭শত শিশু মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হবে।
সেভ দ্য চিলড্রেন ম্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম বলেন, প্রদীপ প্রকল্পটি গত ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে যায়। এতে অর্থায়ন করেছিল সেভ দ্য চিলড্রেন। এই প্রকল্পের আওতায় সাড়ে ৭শ শিশু রয়েছে। যেখানে অর্ধেকের বেশি সংখ্যক দৌলতদিয়া যৌনপল্লী ও আশপাশ এলাকার শিশু। প্রদীপ প্রকল্প হতে এ সকল শিশুদের বছরব্যাপী শিক্ষার যাবতীয় সহায়তা দেয়া হত। কিন্তু প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট সকলের মাঝে হতাশার সৃষ্টি হয়। তিনি আরও বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ৩ মাস প্রকল্পের কার্যক্রম বৃদ্ধি করেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ ও ভালো কাজ শেষ হয়ে যাক এটা আমাদের কাম্য নয়। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা চিন্তা করবেন না। যেহেতু প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পরেও তিন মাস বৃদ্ধি করা হয়েছে। প্রকল্পটি যেন চলমান থাকে এজন্য সেভ দ্য চিলড্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে বৃদ্ধি করার চেষ্টা করা হবে। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।