রাজবাড়ীর গোয়ালন্দে বসত বাড়ীর রান্না ঘর থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ রাহিমা আক্তার (২৯)নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ড দেওয়ান পাড়ার ওবায়দুর সরদারের স্ত্রী। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ গোয়ালন্দ পৌরসভা ২নং ওয়ার্ড দেওয়ান পাড়া অভিযান চালিয়ে তার বসত বাড়ির রান্না ঘরে রাহিমার কাছ হতে ৭০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, তারা স্বামী ও স্ত্রী দু জনই পেশায় মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে তাদের রান্না ঘরে মাটির নিচে পুতে রাখা বড় একটি কোলার মধ্যে ফেনসিডিল রেখে ব্যবসা করে আসছিল। রাহিমার স্বামী ওবায়দুরের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।