রাজবাড়ী সদর উপজলার বসন্তপুর ইউনিয়নের বসন্তপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খান জানান, ধারণা করা হচ্ছে ওই নারী রাস্তায় ঘুরে বেড়ায়। রাতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ার পর ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় হোমিও চিকিৎসক জিয়াউর রহমান জানান, ভোররাতে তিনি ফজরের নামাজ শেষ করে বসন্তপুর রেলস্টেশনের প্লাটফর্মে হাঁটতে বের হন। এসময় রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। আনুমানিক ৬০ বছর বয়সী নারীর মাথায় ও পেটে ট্রেনে কাটার চিহ্ন রয়েছে।
রাজবাড়ী জিআরপি থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এব্যাপারে ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।