ঘন কুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। শুক্রবার রাত ১১ টা থেকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ১০ থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এরপর রাত ১১ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ রাখা হয়। যানবাহন পারাপারে এ নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।