রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অনুষ্ঠিত গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত গোয়ালন্দের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় গোয়ালন্দ পৌরসভার টিপু সুলতান স্মৃতি সংঘ বনাম উজানচর দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ ১-০ গোলে পৌরসভার টিপু সুলতান স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের পক্ষে একমাত্র গোলটি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মো. ইয়াকুব।
গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমীর পরিচালক ও টুর্নামেন্টের আহ্বায়ক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
একাডেমীর সদস্য ফকীর পলাশ বাউলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ শেখ, পৌর যুবদলের সদস্য সচিব কামরজ্জামান কামরুল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখসহ একাডেমীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।